News

হাদিস বিভাগের ছাত্রদের বান্দরবন ট্যুর ২০১৯ অনুষ্ঠিত

হাদিস বিভাগের ছাত্রদের বান্দরবন ট্যুর ২০১৯ অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ সাইন্সেস অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ  বিভাগের উদ্যোগে গত ৭ মার্চ, ২০১৯ ইং চট্টগ্রাম টু বান্দরবন দিনব্যাপী একটি আনন্দময় শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাসফর  চট্রগ্রাম থেকে যাত্রা শুরু করে বান্দরবনের মেঘালয়, চিম্বুক, নীলঘিরী সহ বিভিন্ন আকর্ষণীয় স্পট পরিভ্রমন করে। 





খেলাধুলা, গান, হাঁিড় ভাংগা প্রতিযোগিতা ইত্যাদি আনন্দময় ইভেন্ট ছিল ট্যুরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট। ৪ হাজার ২ শত ফুট উপরে নীলগিরীর মাথায় বসে মজাদার বিরিয়ানীর কথাতো ভুলাই দায়। ট্যুরে ছাত্রদের সাথে অংশগ্রহন করেন সাইন্সেস অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ও হাদিস ক্লাবের প্রেসিডেন্ট জনাব নাজমুল হুদা সোহেল।



 



ট্যুরের উচ্ছাসে সকলের মাঝে বিরাজ করে ভেদাভেদহীন আনন্দ। সারাদিন প্রকৃতির রুপ দেখা শেষে গাড়ীর চাকা যখন ওওটঈ র সবুজ ক্যাম্পাসে এসে থামে রাত তখন ১ টার কাঁটা ছুঁই ছুঁই।

Recent News